September 20, 2024

ফরচুন নিউজ ২৪

স্মার্টফোনটি আসল না নকল বুঝবেন যেভাবে

1 min read

অনেকসময়ই স্মার্টফোন কেনার পর দেখা যায় যে জিনিসটি আসল নয়। কষ্টের টাকায় কেনা স্মার্টফোনটি যদি নকল বের হয় তবে সেটা মোটেও সুখকর বিষয় হবার কথা নয়।

যেকোনও ফোন বাজার থেকে কেনার সময় ফোনটা আসল বা নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি নিবন্ধিত কি না, যাচাই না করেই কিনুন। নাহয় সামান্য একটু ভুলেই বন্ধ হয়ে যেতে পারে কষ্টের টাকায় কেনা শখের ফোনটি।

বিটিআরসি নিবন্ধিত না হওয়ায় যেকোনও সময় ফোনটি বাতিল হয়ে যেতে পারে।

আপনার ফোনটি বিটিআরসি নিবন্ধিত কি না, যেভাবে জানবেন:

মোবাইল ফোন কেনার সময় মেসেজ অপশনে গিয়ে KYD লিখে স্পেস দিয়ে ১৫ ডিজিটের আইএমইআই নম্বর দিয়ে ১৬০০২-তে পাঠাতে হবে। ফিরতি বার্তায় ফোনটির আইএমইআই বিটিআরসি সার্ভারে নিবন্ধিত আছে কি না, জানিয়ে দেওয়া হবে।

মোবাইল ফোনের বক্সে বা প্যাকেটে প্রিন্টেড স্টিকার থেকে অথবা ফোনে *#০৬# ডায়াল করে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট হ্যান্ডসেটের আইএমইআই জানা যায়। বৈধ মোবাইল ফোন হ্যান্ডসেট ক্রয়ে এ পদ্ধতি অনুসরণ করতে হবে।

About The Author