October 11, 2024

ফরচুন নিউজ ২৪

স্বর্ণের দাম আরও কমল

1 min read

আন্তর্জাতিক বাজারে আজ সোমবার ডলারের দাম স্থিতিশীল। ফলে স্বর্ণের দাম বেশ কিছুটা পড়েছে। সেই সঙ্গে আমেরিকার ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের ভাষণের দিকেও নরজ রয়েছে লগ্নিকারীদের, যার জের দেখা গেছে বাজারে।

আজ স্পট গোল্ড সূচকে ০.৩ শতাংশ পতনের ফলে প্রতি আউন্স স্বর্ণের দাম যাচ্ছে ১,৯৩৩.৩৭ ডলার এবং ইউএস গোল্ড সূচকে ০.৪ শতাংশ দর কমায় স্বর্ণের দাম প্রতি আউন্সে দাঁড়িয়েছে ১,৯১০.১০ ডলার।

এরই সঙ্গে তাল রেখে সূচকে রূপার দর ০.৬ শতাংশ পড়ার ফলে দাঁড়িয়েছে প্রতি আউন্সে ২৬.৫৪ ডলার।

About The Author