September 20, 2024

ফরচুন নিউজ ২৪

সৌদি এয়ারলাইন্স ৪০০ টিকিট দিচ্ছে আজ

1 min read

আটকেপড়া সৌদি প্রবাসীদের সিরিয়াল অনুযায়ি সকাল ১০টা থেকে টিকিট দেওয়া শুরু হয়েছে । ২৩০১ থেকে ২৭০০ সিরিয়ালের টোকেনধারী অর্থাৎ ৪০০ জনকে টিকিট দিচ্ছে সৌদি অ্যারাবিয়ান এয়ালাইন্স।

যাদের ২৫ থেকে ২৮ মার্চ পর্যন্ত ফিরতি টিকিট কাটা ছিলো, তাদেরই আজ টিকিট দেয়া হচ্ছে। আজ যারা টিকিট পাচ্ছেন তাদের ফ্লাইট ১ অক্টোবর। যারা টিকিটের জটিলতায় পড়েছেন তারাই সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে জড়ো হয়েছেন।

সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়ছেন, তারা ১ হাজার ৪শ ৪৩ জনকে তিনটি ফ্লাইটে পাঠাবে।

আগামী ৪ অক্টোবর থেকে নতুন টোকেন দেওয়ার কার্যক্রম শুরু হওয়ার কথা না জানায় টোকেন নিতে এসে ভোগান্তিতে পড়েছেন অনেকেই।

এদিকে যাদের ভিসার মেয়াদকাল শেষ হবে তারা আছেন উৎকণ্ঠায়। কারণ, টিকিট পাওয়ার পর কভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে উঠতে হবে ফ্লাইটে। তাই, ভিসার মেয়াদ অনুযায়ি অগ্রাধিকার ভিত্তিতে টোকেন দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

About The Author