September 20, 2024

ফরচুন নিউজ ২৪

সোমবার দেশে ফিরছেন সাকিব

1 min read

করোনার আগে স্ত্রী-সান্তানের কাছে গিয়ে যুক্তরাষ্ট্রে আটকা পড়েন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। করোনাকালীন সময়টা সেখানেই ছিলেন তিনি। অবশেষে দেশে ফিরছেন তিনি। সোমবার (৩১ আগস্ট) দেশে ফেরার কথা রয়েছে সাকিবের।

আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ক্রিকেটে নিষিদ্ধ তিনি। শ্রীলঙ্কা সফরে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। জুয়াড়িদের কাছ থেকে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে না জানানোয় এক বছরের জন্য সাকিব নিষিদ্ধ হন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান আগেই বলেছেন যে, শ্রীলঙ্কা সফরে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন সাকিব। শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৪ অক্টোবর। আর সাকিব নিষেধাজ্ঞামুক্ত ২৮ অক্টোবর। তাই দ্বিতীয় টেস্ট থেকে খেলতে তার সামনে আর কোনো বাধা নেই।

দেশে ফিরে সাকিবের বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুশীলন করার কথা। এই বাঁ-হাতি অলরাউন্ডার শেষবার টেস্ট খেলেছেন ২০১৯ সালের সেপ্টেম্বরে, আফগানিস্তানের বিপক্ষে।

About The Author