October 11, 2024

ফরচুন নিউজ ২৪

সেনাপ্রধানের ফেসবুকে কোনো অ্যাকাউন্ট নেই : আইএসপিআর

1 min read

সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া আইডি খুলে বিভিন্ন প্রকার স্ট্যাটাস ও তথ্য প্রদান করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আজ রোববার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের ফেসবুকে বা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্ট বা আইডি নেই।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘ভুয়া আইডি থেকে প্রকাশিত সকল তথ্যবলি মিথ্যা হিসেবে গণ্য করতে সকলকে অনুরোধ করা হলো।

About The Author