December 12, 2024

ফরচুন নিউজ ২৪

সিনহা হত্যা : তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

1 min read

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। ৩ বার সময় বৃদ্ধি শেষে আজ সোমবার (০৭ সেপ্টেম্বর) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে প্রতিবেদন জমা দেন কমিটির সদস্যরা।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, ‘সিনহা নিহতের ঘটনা দুঃখজনক। তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হবে। আমাদের সচিব এ প্রতিবেদনের সুপারিশ বিশ্লেষণ করে যেখানে যা প্রয়োজন তা করবেন।’

এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান জানান, স্বাধীনভাবে কাজ হয়েছে, কোন হস্তক্ষেপ হয়নি। সুবিচার নিশ্চিত করা সম্ভব হবে।

এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে ১৩টি সুপারিশ দিয়েছি। তিনি বলেন, তদন্ত কমিটির মূল প্রতিবেদন হল ৮০ পৃষ্ঠার। এর সঙ্গে ছবির অ্যালবাম আছে ২১ পৃষ্ঠা। এছাড়া সংযুক্তি কাগজ আছে ৫৮৬ পৃষ্ঠা। তিনি জানান, ঘটনা তদন্তে সংশ্লিষ্ট ৬৮ জনের বক্তব্য নেয়া হয়েছে।

About The Author