January 22, 2025

ফরচুন নিউজ ২৪

সাকিব দেশে ফিরছেন বৃহস্পতিবার

1 min read

সাকিব আল হাসান ইতিমধ্যেই আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা শেষ করেছেন। এ মাসেই বিসিবির টি-টোয়েন্টি কাপ দিয়ে ক্রিকেটে ফেরার কথা তার। সে লক্ষ্যেই বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরতে যাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

সাকিবের এক ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, আগামী ৫ নভেম্বর (বৃহস্পতিবার) দেশে ফিরে টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য প্রস্তুতি শুরু করবেন তিনি। এবার বিকেএসপিতে নয় বরং টিমের অনুশীলনে অংশ নেবেন। নভেম্বরের ১০ তারিখের মধ্যেই হয়তো শেরেবাংলায় অনুশীলনে দেখা যাবে সাকিবকে।

তারপর চলতি মাসের মাঝামাঝি সময়ে যে পাঁচ দলকে নিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট হবে সেখানে খেলবেন সাকিব।

এর আগে দেশে এসে বিকেএসপিতে প্রায় এক মাস অনুশীলন করেছেন সাকিব। তখন শ্রীলঙ্কা সফর দিয়ে ফিরবেন এই লক্ষ্যে কঠোর পরিশ্রম করেছেন। তবে শ্রীলঙ্কা সফর বাতিল হয়ে যায়। সাকিবও তাই গত ১ অক্টোবর ফিরে যান যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে।

About The Author