November 24, 2024

ফরচুন নিউজ ২৪

সাকিবের বক্তব্য মেনে নেওয়ার প্রশ্নই আসে না : পাপন

1 min read

করোনাকালের আবহে কিছুদিন আগেই শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর। এমনিতেই বিপিএলে তেমন একটা গ্ল্যামার থাকে না, এবার আরও ছিল না। এমনকী ডিআরসএ সুবিধাও পাওয়া যায়নি। আগে থেকেই বিপিএলকে বিশ্বের দ্বিতীয় কিংবা তৃতীয় সেরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বলে দাবি করে আসছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এখন পর্যন্ত তিনি সেই অবস্থানেই আছেন।

বিপিএলের এবারের আসরের টুর্নামেন্ট সেরা সাকিব আল হাসান সম্প্রতি বলেছিলেন, বিপিএল বিশ্বের পাঁচ-ছয় নাম্বার টুর্নামেন্ট। আজ শনিবার আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির শেষে বিসিবি প্রধানকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি সাকিবের সঙ্গে একমত কিনা। জবাবে পাপন বলেন, ‘প্রশ্নই ওঠে না। আমি যতদূর জানি, এখন পর্যন্ত যতগুলো আসর হয় আইপিএল-বিগ ব্যাশ আর বিপিএল – এই তিনটা নামই শুনে আসছি। এছাড়া আমি কোনো নাম শুনিনি কোথাও। ‘

নাজমুল হাসান পাপন আরও বলেন, ‘আপনারা বলতে পারেন ক্যারিবিয়ান লিগ, আপনারা বলতে পারেন পিএসএল। এই পিএসএল কিন্তু আগেও ছিল, কিন্তু আগে ওটার কথা বলা হয়নি। এবার আমরা যখন কোভিডের জন্য অনেককিছু করিনি, হুলুস্থুল করিনি, সেই জায়গায় পিএসএল সেটা করেছে। তাই পিএসএলকে বেশি জাঁকজমকপূর্ণ লেগেছে। ভালো কথা। কিন্তু আমরা নিজেদের টুর্নামেন্ট নিয়ে সন্তুষ্ট। তাই বলে এখনও কোথাও শুনি নাই অন্য কোনো টুর্নামেন্ট আমাদের বিপিএলের চেয়ে বেশি। এটা তার (সাকিব) ব্যক্তিগত অভিমত। ‘

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *