October 11, 2024

ফরচুন নিউজ ২৪

শোককে শক্তিতে রূপান্তরীত করা এবং মাননীয় প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিনত করা —ফরচুন গ্রুপ অব কোম্পানীজ এর চেয়ারম্যান মিজানুর রহমান

1 min read

ফরচুন গ্রুপ অব কোম্পানীজ এর উদ্যোগে জাতীয় শোক দিবস যথাযথ ভাবে পালন করা হয়েছে। সকাল থেকে বিসিক শিল্প নগরীর ফরচুন সুজ এর ফ্যাক্টরীগুলোতে পবিত্র কোরআন তেলোওয়াত করা হয়। বাদ যোহর ফরচুন সুজ লিমিটেড এর মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরচুন গ্রুপ অব কোম্পানীজ এর চেয়ারম্যান মিজানুর রহমান সহ ডাইরেক্টরবৃন্দ, প্রতিষ্ঠানের সিইও, সিওও, সিনিয়র ডিজিএম, সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, বঙ্গবন্ধু সহ মোট ১৮ জনের এ হত্যাকান্ডটি আমাদের জাতির ইতিহাসে একটি কলংকময় অধ্যায়। জাতির জন্ক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আমৃত্যু একটি গনতান্ত্রিক ও প্রগতিবাদী সোনার বাংলাদেশ নিমার্নের স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের বাংলাদেশ যথাযথ ভাবে গড়ে তোলাই হবে “আমাদের তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনের সর্বোত্তম উপায়”। তিনি বলেন জাতির জনকের ৪৫ তম শাহাদত বার্ষিকীতে আমাদের প্রতিজ্ঞা হচ্ছে, ‘‘শোককে শক্তিতে রূপান্তরীত করা এবং মাননীয় প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিনত করা”। এছাড়া শোক দিবস উপলক্ষে বিসিক এলাকা জুড়ে ব্যানার, কালো পতাকা ও ফেস্টুন টানানো হয়।

About The Author