November 23, 2024

ফরচুন নিউজ ২৪

শিবিরের ২২ নেতাকর্মীর একদিনের রিমান্ড

1 min read

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় পুলিশের হাতে গ্রেফতার শিবিরের ২২ নেতাকর্মীকে এক দিনের রিমান্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবদুল হালিমের আদালত এ আদেশ দেন।

এর আগে পুলিশ বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে পুলিশের তদন্ত কর্মকর্তা। গত ১০ মার্চ তাদের চান্দগাঁও আবাসিকের বি-ব্লকের একটি বাসা থেকে ওই ২২ জনসহ ২৬ শিবির কর্মীকে গ্রেফতার করে পুলিশ।

ওইদিন গ্রেফতার হওয়া শিবির কর্মীরা হলেন সাখাওয়াত হোসেন (২০), আবিদুল ইসলাম (২৩), সিফাত আলম সিজান (২৩), আবু নাসের মাহমুদ তুষার (২৮), মিনহাজ উদ্দিন (২৯), মো.মিজবাহ উদ্দিন (২৬), কায়সার হামিদ (২৯), সরোয়ার আজম (২২), কামাল কামাল (২২), আবু রিয়াদ (২৩), মো.নুরুল আলম (২৮), মো.ইব্রাহিম আলী (২৫), তারেকুল ইসলাম (২১), মো.হাবিবুল ইসলাম (১৯), মো.আব্দুল আহাদ (১৮), মো.আল আমিন (১৯), মো.হোসেন (২২), মো. রিয়াদুল হামিদ (২২), মো. গিয়াস উদ্দিন (২২), মো. সাইফুল ইসলাম (২৯), মো.নাইম উদ্দিন (২৩), রাকিবুর রহমান (২২), আব্দুল ওয়াহিদ (২২), মো. ইনজামাম (১৮), মো. জুবায়রুল ইসলাম (১৯) ও মো. জাকারিয়া (২০)।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. কামরুল হাসান বলেন, গোপন বৈঠক করার সময় চান্দগাঁও আবাসিক এলাকা গত ১০ মার্চ ছাত্র শিবিরের ২৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিল। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মামলায় তদন্ত কর্মকর্তা ৫ দিনের রিমান্ড আবেদন করেন। মঙ্গলবার শুনানি শেষে আদালত এডিশনাল সিএমএমের আদালত ২২ জনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

 

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *