November 22, 2024

ফরচুন নিউজ ২৪

শারমীন মৌসুমী কেকাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত

1 min read

শারমিন মৌসুমি কেকাকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর)  সন্ধ্যায়  ঝালকাঠি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক জরুরি সভায় এই সুপারিশ করা হয়।

সভায় উল্লেখ করা হয়, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকা সংগঠন বিরোধী কার্যক্রমের অভিযোগে বিভিন্ন অপকর্ম করে জেলা আওয়ামী লীগের সুনাম ক্ষুন্ন করছেন ।

উল্লেখ্য গত ৩০ আগস্ট এক নারীকে অপহরণ করে মুক্তিপণ আদায় ও নির্যাতনের পরে চুল কেটে দেওয়ায় শারমিন মৌসুমি কেকা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপুসহ ৬ জনের বিরুদ্ধে ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন ওই নারী। এ ঘটনায়  শারমিন মৌসুমি কেকা পুরো ঝালকাঠি জুড়ে বেশ সমালোচিত হন।

এছাড়া ঝালকাঠির সুগন্ধা পৌর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে ও খেলার মাঠ নষ্ট করে অবৈধভাবে বানিজ্যিক স্টল নির্মাণের অভিযোগও রয়েছে শারমিন মৌসুমি কেকার বিরুদ্ধে।

এসব ঘটনায় ঝালকাঠি জেলা জুড়ে ব্যপক সমালোচনার ঝড় উঠলে তাকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ।

About The Author