September 18, 2024

ফরচুন নিউজ ২৪

লটারির ভুল টিকিটেই পেলেন চার কোটি টাকা

1 min read

এক দম্পতি ক্যারাভ্যান নিয়ে গোটা দেশ ঘুরতে বের হয়েছিলেন। অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলসের হেসটিংস পয়েন্ট শহরের বাসিন্দা তারা। কুইন্সল্যান্ডে একটি জায়গায় তারা থামে। সেখানে নিজেদের ভাগ্য পরীক্ষা করে দেখার জন্য তারা লটারির টিকিট কাটতে যায়। কিন্তু তারা যে লটারির টিকিট কাটার পরিকল্পনা করেছিল সেটি না কেটে ভুল করে অন্য একটি লটারির টিকিট কেটে ফেলে। পরে তা বুঝতেও পারলেও কিছুই করার ছিল না।

সেপ্টেম্বরের ১২ তারিখ ওই লটারির ফল বের হয়। সত্যিই তাদের ভাগ্যের চাকা ঘুরে যায়। সেই টিকিটে তারা চার লাখ ৫৩ হাজার ১৩৫.৫৯ মার্কিন ডলার জিতেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ তিন কোটি ৮৬ লাখ ৯৩ হাজার ২৪৮ টাকা। ওই দম্পতি প্রথমে ভাবে, তারা এত টাকা জেতেনি, দেখার কোনো ভুল হচ্ছে। তাই বারবার

তারা টিকিটের নম্বর আর পুরস্কার মূল্যের পরিমাণ মিলিয়ে দেখতে থাকেন। শেষ পর্যন্ত তাদের বিশ্বাস হয়, যে তারা সত্যিই লটারি জিতেছেন।

লটারি জেতার পর ওই দম্পতি প্রতিক্রিয়া দিতে গিয়ে জানিয়েছে, এটা একটা ভুল ঠিকই। কিন্তু খুব ভাল ভুল।

 

About The Author