April 23, 2024

ফরচুন নিউজ ২৪

র‌্যাব-৮’র অভিযানে কুমিল্লার রামগঞ্জ ও মুরাদনগর থেকে জেএমবি’র দুই সক্রিয় সদস্য আটক

1 min read

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ এবং কুমিল্লার মুরাদনগর এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি’র দুই সক্রিয়া সদস্য আটক করেছে র‌্যাব-৮। গত বৃহস্পতিবার বিকেলে রামগঞ্জ উপজেলার উত্তর টামটা থেকে নুরুল ইসলাম ওরফে অভি (২০) এবং শুক্রবার ভোরে মুরাদনগরের কাঁঠালিয়াকান্দা থেকে আবদুল্লাহ আল মামুন ওরফে এনামকে আটক করে তারা। শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-৮ এর সদর সপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আটক অভি উবার রাইড শেয়ার করে এবং এনাম বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেএমবি’র দাওয়াতি কার্যক্রমে গোপন মিটিং, লিফলেট বিতরণ, অনলাইনে বিভিন্ন প্লাটফরমে জঙ্গি তৎপরতা চালনার মাধ্যমে সদস্য সংগ্রহ করার কথা স্বীকার করে। আটক দুই জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া সহ তাদের সহযোগীদের আটকের চেস্টা চলছে বলে জানিয়েছে র‌্যাব-৮।

About The Author