November 9, 2024

ফরচুন নিউজ ২৪

র‌্যাবের অভিযানে আগৈলঝাড়ায় ইয়াবাসহ ২ জন গ্রেফতার

1 min read

র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানিক দল গতকাল ০৭ সেপ্টেম্বর বরিশাল জেলার আগৈলঝাড়া থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল জেলার আগৈলঝড়া থানাধীন বেলুহার সাকিনস্থ ডাক্তার মতিয়ার রহমান সেরনিয়াবাদ এর বসত বাড়ীর মধ্যে কতিপয় ব্যাক্তি মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি গতকাল বিকাল ৫টা ৫ মিনিটে কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ২জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসাবাদে তাদের নাম (১) মোঃ হাসিবুল ইসলাম শান্ত(২১), পিতা- ডাঃ মোঃ মতিয়ার রহমান সেরনিয়াবাদ, সাং- বেলুহার, (২) সৈয়দ ফাইজুল ইসলাম(১৯), পিতা- সৈয়দ মোয়াজ্জেম হোসেন, সাং- মোহনকাঠি, উভয় থানা- আগৈলঝড়া, জেলা- বরিশাল বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত ১নং আসামী মোঃ হাসিবুল ইসলাম শান্ত(২১) এর শয়ন কক্ষের খাটের নিচ হতে ০৩ টি চাইনিজ কুড়াল, ০২ টি রামদা, ০২ টি চাপাতি ও ০৩ টি ছুরি এবং ২নং আসামী সৈয়দ ফাইজুল ইসলাম(১৯) এর নিকট হতে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ আল-মামুন শিকদার বাদী হয়ে বরিশাল জেলার আগৈলঝাড়া থানায় অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেন।

About The Author