November 23, 2024

ফরচুন নিউজ ২৪

রুশ নির্ভরশীলতা কমাতে ইউরোপে গ্যাস সরবরাহ করবে যুক্তরাষ্ট্র

1 min read

রাশিয়ার ওপর নির্ভরশীলতা কমানোর লক্ষ্যে ইউরোপের দেশগুলোতে প্রাকৃতিক তরল গ্যাস সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এক চুক্তিতে পৌঁছেছে বাইডেন প্রশাসন। চুক্তি অনুযায়ী, ২০২২ সাল নাগাদ ১৫ বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ করা হবে। শুক্রবার (২৫ মার্চ) ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ইউক্রেনে হামলার পরই রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপানসহ পশ্চিমাদেশগুলো। এরপরই বিশ্ববাজারে জ্বালানির দামে নজিরবিহীন প্রভাব পড়ে। কারণ বিশ্বের অন্যতম শীর্ষ জ্বালানি উৎপাদন ও রপ্তানিকারক দেশ হলো রাশিয়া। ইউরোপের দেশগুলোর ৪০ শতাংশ জ্বালানি আসে রাশিয়া থেকে। এদিকে রাশিয়াও জ্বালানি সরবরাহ বন্ধের হুমকি দিয়েছে। এমন পরিস্থিতির মধ্যে ইউরোপে জ্বালানি সরবরাহ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

প্রতিবেদনে বলা হয়, ২০৩০ সালে ইউরোপের দেশগুলো চাহিদা অনুযায়ী ৫০ বিলিয়ন ঘনমিটার যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক গ্যাস নিশ্চিতের লক্ষ্যে কাজ করবে। রাশিয়া থেকে প্রতিবছর ১৪ থেকে ১৮ বিলিয়ন ঘনমিটার গ্যাস আমদানি করে ইউরোপীয় ইউনিয়ন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন যৌথ টাস্ক ফোর্সের আওতায় চুক্তির ঘোষণা করবেন। জি-৭ ও ন্যাটোর সম্মেলন উপলক্ষে এই মুহূর্তে ইউরোপ সফরে রয়েছেন বাইডেন।

অন্যদিকে মিত্র দেশগুলোর রুশ জ্বালানি-নির্ভরতা কমাতে তেল-গ্যাস উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছে কানাডা। বৃহস্পতিবার (২৪ মার্চ) কানাডীয় প্রাকৃতিক সম্পদ মন্ত্রী জোনাথন উইলকিনসন জানিয়েছেন, চলতি বছর দৈনিক তিন লাখ ব্যারেল পর্যন্ত তেল ও গ্যাস উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে তার দেশ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *