July 17, 2024

ফরচুন নিউজ ২৪

যুক্তরাষ্ট্রে আগাম ভোটে ১০০ বছরের রেকর্ড ভাঙলো

1 min read

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীদের আগাম ভোট দেওয়ার ক্ষেত্রে এবার সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি হয়েছে। দেশটির নাগরিকরা গত ১০০ বছরে প্রতিবছর যে পরিমাণ আগাম ভোট দিয়েছেন এবার সে রেকর্ড ছাড়িয়ে গেছে। প্রেসিডেন্ট নির্বাচনের আরও ৪ দিন বাকি থাকতেও এরই মধ্যে ৮ কোটিরও বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। ইউনিভার্সিটি অব ফ্লোরিডা জানিয়েছে, গত এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে আগাম ভোটের সংখ্যায় এটি সর্বোচ্চ রেকর্ড। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টির ‘ইউএস ইলেকশন প্রজেক্ট’ প্রকাশিত টালি থেকে এ তথ্য মিলেছে।

তথ্যমতে, এখন পর্যন্ত ২০১৬ সালের নির্বাচনে পড়া আগাম ভো‍টের থেকে এবার ৫৮ শতাংশের বেশি ভোট পড়েছে। নির্বাচন প্রকল্পের সংগৃহীত তথ্য অনুযায়ী, আগাম ভোট প্রদানকারী ভোটারদের সংখ্যা বাড়ছেই। এবার পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

করোনা পরিস্থিতিতে এত আগাম ভোট পড়া নিয়ে অবাক যুক্তরাষ্ট্রের নির্বাচন বিশ্লেষকরা। তবে ভোটারদের ভোটের প্রতি আগ্রহ যে বিন্দুমাত্র কমেনি তার প্রমাণ দিচ্ছে এই আগাম ভোট।

সবথেকে ব্যস্ত কেন্দ্রগুলোতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে এমন উদ্বেগের মধ্যে বিপুল সংখ্যক লোক ডাকযোগে কিংবা পোলিং সাইটগুলোতে ভোট দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, করোনার মধ্যে যুক্তরাষ্ট্রে আগাম ভোট দেওয়াকে নিরাপদ মনে করছেন আমেরিকার ভোটাররা।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ২০টি অঙ্গরাজ্যের দলীয় নিবন্ধনের তথ্য বলছে, ডেমোক্র্যাটিক দলের নিবন্ধিত এক কোটি ৮২ লাখ সমর্থক আগাম ভোট দিয়েছেন। রিপাবলিকানদের এ সংখ্যা এক কোটি ১৫ লাখ। এছাড়া ৮৮ লাখ নিরপেক্ষ ভোটার আগাম ভোট দিয়েছেন।

এদিকে আগাম ভোটের ক্ষেত্রে ও জরিপের ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে রয়েছে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। সিএনএন-এসএসআরএস এর জরিপে বলা হয়েছে, আগাম ভোট দিয়েছেন এমন ব্যক্তিদের মধ্যে ৬৪ শতাংশই জো বাইডেনের প্রতি রায় দিয়েছেন। অন্যদিকে এমন ভোটারদের মধ্যে ট্রাম্পের প্রতি রায় দিয়েছেন ৩৪ শতাংশ।

এখন পর্যন্ত ভোট দেননি, তবে আগাম ভোট দেওয়ার পরিকল্পনা করছেন এমন ভোটারদের ৬৩ শতাংশই জো বাইডেনের সমর্থক। অন্যদিকে ট্রাম্পের সমর্থক ৩৩ শতাংশ। এক্ষেত্রে দুই তৃতীয়াংশ ব্যবধানে এগিয়ে রয়েছেন বাইডেন।

About The Author