April 14, 2025

ফরচুন নিউজ ২৪

মেট্রোরেলের দ্বিতীয় ট্রেন সেট ঢাকায়

মেট্রোরেলের ছয় কোচের আরেকটি সেট ঢাকায় এসেছে।
রাত সোয়া সাতটার দিকে দুটি কোচ নিয়ে প্রথম বার্জ দিয়াবাড়ীর কাছে জেটিতে পৌঁছায়।
অন্য চারটি কোচবাহী বার্জও ওই এলাকায় রাতেই নোঙ্গর করে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামীকাল বুধবার সকাল আটটা থেকে কোচগুলো বার্জ থেকে নামিয়ে উত্তরায় মেট্রোরেলের ডিপোতে নেয়া হবে। এর আগে গত ২১শে এপ্রিল মেট্রোরেলের প্রথম সেট ট্রেন ঢাকায় আসে। ১২ই মে বাংলাদেশের প্রথম বিদুৎ চালিত এই ট্রেন উত্তরা ডিপোর ভেতরেই ৫০০ মিটার এলাকায় চালিয়ে ট্রায়াল দেয়া হয়।

About The Author