December 12, 2024

ফরচুন নিউজ ২৪

মুজিববর্ষ উপলক্ষে বরিশালের বানারীপাড়ায় জেলা প্রশাসনের উদ্যোগে নদী ভাঙ্গন কবলিত পরিবারের মাঝে টিন, নগদ অর্থ ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

1 min read

মুজিববর্ষ উপলক্ষে বরিশাল জেলা প্রশাসন এর পক্ষ থেকে বানারীপাড়ায় নদী ভাঙ্গন কবলিত পরিবারের মাঝে টিন, নগদ অর্থ ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ। মঙ্গলবার বেলা ১১টায় বানারীপাড়া উপজেলা প্রশাসন এর আয়োজনে বানারীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক হুইল চেয়ার বিতরণ, জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতর এর সহযোগিতায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন এবং নগদ অর্থের চেক বিতরণ করেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। এ সময় তিনি সমাজসেবার পক্ষ থেকে বানারীপাড়া উপজেলা পাবলিক লাইব্রেরীকে ২০ হাজার টাকার চেক উপজেলা নির্বহী অফিসারের হাতে তুলে দেন। পরে উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষ রোপণ করেন জেলা প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ, বরিশাল সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদার, বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, বরিশাল প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট ডা. মননুজা রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দরাসহ অন্যান্যরা। এ সময় ১৫ জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয় পাশাপাশি নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ১২ টি পরিবারের মাঝে ২ বান করে ঢেউটিন মোট ২৪ বান টিন এবং ৬ হাজার টাকা করে মোট ৭২ হাজার টাকা শুকনা খাবার এবং নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী, সমাজসেবা অধিদফতর থেকে প্রতি জনকে ৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা বিতরণ করা হয়।

About The Author