July 14, 2024

ফরচুন নিউজ ২৪

মুজিববর্ষ উপলক্ষে প্রকাশিত বঙ্গবন্ধু ও বরিশাল স্মারক গ্রন্থের মোড়ক উম্মোচন ও অনলাইনভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

1 min read

মুজিববর্ষ উপলক্ষে বরিশাল জেলা প্রশাসক কর্তৃক প্রকাশিত বঙ্গবন্ধু ও বরিশাল স্মারক গ্রন্থের মোড়ক উম্মোচন ও অনলাইনভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। সোমবার দুপুর ১২ টায় বরিশাল জেলা প্রশাসন এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে মোড়ক উম্মোচন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি ছলেন বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আব্দুর রাজ্জাক, বরিশাল পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, বিপিএম (বার), বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা সভা শেষে জেলা প্রশাসনের আয়োজনে মুজিববর্ষ উপলক্ষে বরিশাল জেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত বঙ্গবন্ধু ও বরিশাল শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উম্মোচন করেন বিভাগীয় কমিশনার। পরে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দেশব্যাপী অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যয় পুরস্কার বিতরণ করা হয়। এসময় প্রতযোগিতায় ১৮ জন বিজয়ীর মাঝে পুরস্কার এবং সনদ বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

About The Author