March 17, 2025

ফরচুন নিউজ ২৪

মিয়ানমার থেকে এলো ২০ টন পেঁয়াজ

টেকনাফ স্থল বন্দরে ভিড়েছে মিয়ানমারের বিশ টন পেঁয়াজ নিয়ে একটি ট্রলার। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ট্রলারটি বন্দরে ভিড়ে।

টেকনাফ স্থল বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট এর ব্যবস্থাপক জসিম উদ্দিন চৌধুরী সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, প্রায় ৩ মাস পর মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি হয়েছে।

ইতোমধ্যে পেঁয়াজগুলো ট্রলার থেকে খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে। সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান সেভেন স্টার এন্টারপ্রাইজের তত্ত্বাবধানে কানিজ এন্টারপ্রাইজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান পেঁয়াজগুলো আমদানি করেন।

আমদানিকারক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী উসমান গণি জানান, প্রথম ধাপে দুই হাজার বস্তা পেঁয়াজ টেকনাফ বন্দরে এসে পৌঁছেছে। আরও পেঁয়াজ আসার পথে রয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, রবিবারের দিকে পেঁয়াজগুলো দেশীয় বাজারে সরবরাহ করা হবে।

About The Author