July 14, 2024

ফরচুন নিউজ ২৪

মা হারালেন অপু বিশ্বাস

1 min read

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা ও শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাসের মা মারা গেছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১টা ৩৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অপুর মা শেফালি বিশ্বাস। এ তথ্য নিশ্চিত করেছেন অপু বিশ্বাসের সহকারী সজল।

জানা গেছে, ব্রেইন স্টোক করলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় শেফালি বিশ্বাসকে। এরপর চিকিৎসক জানান, তার ফুসফুসে পানি জমেছে। পরে শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অপু বিশ্বাসের সহযোগী সজল জানান, মরদেহ বগুড়ায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

অপু বিশ্বাসের বাবার নাম উপেন্দ্রনাথ বিশ্বাস। উপেন্দ্রনাথ বিশ্বাস-শেফালি বিশ্বাস দম্পতির তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। তাদের মধ্যে সবার ছোট অপু। এই অভিনেত্রীর সাথে থাকতেন তার মা।

About The Author