April 20, 2025

ফরচুন নিউজ ২৪

ভূমিকম্প মোকাবিলায় প্রশংসনীয় প্রস্তুতি ও কমপ্লাইন্স এর জন্য প্রিমিয়ার ফুটওয়ার লিমিটেড এর সুপার-সমকাল আর্থকোয়েক প্রিপেয়ার্ডনেস অ্যাওয়ার্ড অর্জন

ভূমিকম্প মোকাবিলায় প্রশংসনীয় প্রস্তুতি ও কমপ্লাইন্স এর জন্য ব্যক্তিগত প্রতিষ্ঠান ক্যটাগরিতে সুপার-সমকাল আর্থকোয়েক প্রিপেয়ার্ডনেস অ্যাওয়ার্ড অর্জন করে প্রিমিয়ার ফুটওয়ার লিমিটেড।
১৭ মে ২০২২ তারিখে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় বেসরকারি খাতের অংশগ্রহণ ও নেতৃত্ব বিষয়ক একটি অনুষ্ঠানে দুই সাংবাদিক ও চার বেসরকারি প্রতিষ্ঠান কে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
স্ট্রেংদেনিং আরবান পাবলিক প্রাইভেট প্রোগ্রামিং ফর আর্থকোয়েক রেজিলিয়েন্স (সুপার), ইউরোপিয়ান ইউনিয়ন সিভিল প্রটেকশন অ্যান্ড হিউম্যানিটারিয়ান এইডের (ইসিএইচ), সমকাল, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, অ্যাকশনএইড বাংলাদেশ, ইউনাইটেড পারপাস এবং ওয়ার্ল্ড ভিশন ও সুপার প্রকল্পের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। SUPER প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের নাগরিক সুরক্ষা এবং মানবিক সহায়তা দ্বারা অর্থায়ন করা হয়।
ভুমিকম্প মোকাবিলায় পুর্বকালীন প্রস্তুতি ও এ বিষয়ক নিয়মিত কার্যক্রম পরিচালনার জন্য প্রিমিয়ার ফুটওয়ার লিমিটেড প্রতিষ্ঠানটিকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়, প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব মিজানুর রাহমান পুরষ্কার হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহন করেন। প্রিমিয়ার ফুটওয়্যার লিমিটেড ভূমিকম্প মোকাবিলায় একটি কমপ্লাইন্স প্রতিষ্ঠান, যা সত্যিই প্রশংসনীয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যুগ্ম নির্বাহী সচিব খন্দকার আনোয়ার কামাল, পুরস্কার বিজয়ীদের অভিনন্দন জানিয়ে মো. কামরুল হাসান বলেন, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বিশ্বে রোল মডেল। সব ক্ষেত্রেই বাংলাদেশের অগ্রগতি হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ একটি গুরুত্বপূর্ণ বিষয়, এ ক্ষেত্রে প্রাইভেট সেক্টর বড় ভূমিকা রাখতে পারে। প্রাইভেট সেক্টরের অংশগ্রহণে আরও সফলতা আসবে বলে বিশ্বাস করি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার ফরহাদ হোসেন, ইউনাইটেড পারপাসের প্রজেক্ট ম্যানেজার মুসফেরা জাহান, এবং সমকালের ইভেন্ট ও বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ইমরান কাদির।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *