ভাসানচরে পৌঁছেছে রোহিঙ্গাদের দ্বিতীয় দল
1 min readরোহিঙ্গাদের দ্বিতীয় দলের তিন শতাধিক সদস্যবাহী নৌবাহিনীর একটি জাহাজ নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছে। বাকি চারটি জাহাজও একে একে ভাসানচরে আসছে। দ্বিতীয় দফায় আরো ১ হাজার ৭৭২ জন রোহিঙ্গা ভাসানচরে গিয়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে রোহিঙ্গাদের বহনকারী নৌবাহিনীর সাতটি জাহাজ ভাসানচরে পৌঁছে।
এর আগে সোমবার দুপুরে রোহিঙ্গারা বাসযোগে কক্সবাজার থেকে চট্টগ্রামে এসে পৌঁছান। রাতে তারা বিএএফ শাহীন কলেজ মাঠে স্থাপিত অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে অবস্থান করেন। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় নৌবাহিনীর জেটি থেকে ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয় তাদের বহনকারী সাতটি জাহাজ।
দ্বিতীয় দফায় স্বেচ্ছায় ভাসানচর যেতে কক্সবাজারের আশ্রয়শিবির ত্যাগ করেন ৪২৭টি পরিবারের এই এক হাজার ৭৭২ জন রোহিঙ্গা। এর মধ্যে ১৩০ জনের বেশি রয়েছে প্রথম দফায় যাওয়া রোহিঙ্গাদের স্বজন। এর আগে, গত ২ ডিসেম্বর প্রথম দফায় এক হাজার ৬৪২ জন রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচর যান। তারাই সেখান থেকে ভাসানচরের পরিস্থিতি জানিয়ে স্বজনদের আসতে উদ্বুদ্ধ করেন।