November 9, 2024

ফরচুন নিউজ ২৪

ভান করেও রক্ষা পেল না জি কে শামীম

1 min read

অসুস্থতার ভান করে আদালতে হাজির না হওয়ায় পুলিশ পাঠিয়ে আনা হলো বিতর্কিত ঠিকাদার জি কে শামীমকে। দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার বিরুদ্ধে মানি লন্ডারিং মামলার অভিযোগপত্র আমলে নেন। ধার্য করেন অভিযোগ গঠনের শুনানির তারিখ।

এই মামলার অভিযোগ আমলে নেয়ার দিন ধার্য থাকলেও অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে অনুপস্থিত তিনি।

ক্ষুব্ধ আদালত দ্রুত শামীমকে হাজির করার নির্দেশ দেন পুলিশকে। আদালতের নির্দেশনার দুই ঘণ্টার মধ্যে হাজির জি কে শামীম। উধাও সব অসুস্থতা। মহানগর দায়রা জজ আদালতে বিচারক কেএম ইমরুল কায়েসের আদালতে ঘটে এ ঘটনা।

পরে জি কে শামীমের উপস্থিতিতে মামলাটির অভিযোগপত্র আমলে নিয়ে আগামী ২ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করেন আদালত।

তবে আদালতের আদেশের পরেও শামীমকে অসুস্থ দাবি করে তাকে আদালতে হাজির করায় ক্ষুব্ধ তার আইনজীবী।

About The Author