January 22, 2025

ফরচুন নিউজ ২৪

বিসিবি প্রেসিডেন্ট কাপের ফাইনাল আজ

1 min read

করোনাপরবর্তী প্রথম প্রতিযোগীতামূলক টুর্নামেন্ট বিসিবি প্রেসিডেন্ট কাপের ফাইনাল আজ। শিরোপা নির্ধারণী ম্যাচে মাহমুদুল্লাহ একাদশের মুখোমুখি হবে নাজমুল শান্ত একাদশ। মিরপুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।

এর আগে শুক্রবারে হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে দুই দিন পিছিয়ে রোববার ফাইনালের তারিখ নির্ধারণ করা হয়।

তামিম একাদশকে পেছনে ফেলে ফাইনালে ওঠে মাহমুদুল্লাহ একাদশ ও নাজমুল শান্ত একাদশ। শিরোপা জয়ের মিশনে চূড়ান্ত ম্যাচে দুই দলই নিজেদের সেরাটা দিতে আত্মবিশ্বাসী।

ম্যাচ নিয়ে প্রতিক্রিয়ায় মাহমুদুল্লাহ একাদশ দলপতি জানান, দলের সবাই ছন্দে রয়েছে। আর তারুণ্য নির্ভর দল নিয়ে শিরোপায় চোখ নাজমুলদেরও।

 

About The Author