November 24, 2024

ফরচুন নিউজ ২৪

বিশ্বে করোনা থেকে সুস্থ প্রায় ৮ কোটি

1 min read

যুক্তরাজ্যে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৯ লাখ ৮৫ হাজার ১৬১। এর মধ্যে মারা গেছে ১ লাখ ১৪ হাজার ৮৫১ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ২০ লাখ ১৮ হাজার ৮৪৪ জন।

ফ্রান্সে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৩ লাখ ৮৫ হাজার ৬২২। এর মধ্যে মারা গেছে ৮০ হাজার ৪৪৩ জন। দেশটিতে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ২ লাখ ৩৭ হাজার ১১৩ জন।

এদিকে, স্পেনে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ২৩ হাজার ৬০১। এর মধ্যে মারা গেছে ৬৩ হাজার ৭০৪ জন। ইতালিতে আক্রান্তের সংখ্যা ২৬ লাখ ৬৪ হাজার ২৬৬। এখন পর্যন্ত মারা গেছে ৯২ হাজার ৩৩৮ জন।

তুরস্কে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৫৬ হাজার ৮৩৭। এর মধ্যে মারা গেছে ২৭ হাজার ৯৩ জন। অপরদিকে, জার্মানিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ১১ হাজার ২৯৭। দেশটিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৩ হাজার ৯৭৯ জনের। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ২০ লাখ ৭৩ হাজার ১০০ জন।

এছাড়া ভাইরাসটির উৎপত্তিস্থল চীনের অবস্থান তালিকায় ৮৩তম স্থানে। দেশটিতে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৮৯ হাজার ৭৩৬ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৬ জনের মৃত্যু হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। সেখানে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় গত বছরের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে ধীরে ধীরে সারা বিশ্বে এই ভাইরাস ছড়িয়ে পড়ে।

করোনা প্রাদুর্ভাবের কারণে গত বছরের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত বছরের ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে। এরপর গত ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

About The Author