December 12, 2024

ফরচুন নিউজ ২৪

বিদ্যুৎ লাইন মাটির নিচে যাচ্ছে

1 min read

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে সিলেটে সাফল্যের পর  যশোরেও বিদ্যুৎ লাইন মাটির নিচে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেন, এরই মধ্যে কনসালট্যান্ট নিয়োগ দিয়ে কাজও শুরু করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে যশোরের জেলা প্রশাসকের সভাকক্ষে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি ঢাকা থেকে ভিডিও সংযোগের মাধ্যমে ভার্চুয়ালি এ অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে নসরুল হামিদ আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইন স্থাপনের কাজ দৃশ্যমান করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্যোগী হওয়ার নির্দেশ দেন।

তিনি বলেন, সারা দেশে প্রায় চার কোটি স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপনের টার্গেট রয়েছে সরকারের। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এক কোটি মিটার স্থাপন করা হবে। এর আগে গত জানুয়ারিতে দেশের প্রথম এলাকা হিসেবে সিলেটে মাটির নিচ দিয়ে বিদ্যুৎ সঞ্চালন শুরু হয়েছে।

About The Author