March 5, 2024

ফরচুন নিউজ ২৪

বিকেলে ছাত্রলীগের আলোচনা সভা, প্রধান অতিথি শেখ হাসিনা

1 min read

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার (৩১ আগস্ট) বিকেলে আলোচনা সভার আয়োজন করেছে ছাত্রলীগ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিকেল ৪টায় ছাত্রলীগের এ আলোচনা সভায় গণভবন থেকে ২৩, বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কার্যালয়ে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রী। শোকাবহ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। ছাত্রলীগের আজকের কর্মসূচির মধ্যে দিয়ে আগস্টের কর্মসূচির সমাপ্তি ঘটবে। শুধু ঢাকা নয়, সারাদেশেই এই কর্মসূচি পালিত হয়।

About The Author