November 24, 2024

ফরচুন নিউজ ২৪

বিএমডব্লিউ গাড়ি পেলেন নতুন সিইসি

1 min read

 

যাতায়াত ব্যবস্থার জন্য অত্যাধুনিক বিএমডব্লিউ গাড়ি দেয়া হয়েছে নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে। সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন পুল থেকে তাকে গাড়িটি বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে প্রথম দিনের কার্যদিবসে বিএমডব্লিউ (ঢাকা-মেট্রো-ভ-১১-১৯৬৬) চড়ে নির্বাচন কমিশন ভবনে গিয়ে দায়িত্ব বুঝে নেন নতুন সিইসি কাজী হাবিবুল আউয়াল।

এর আগে গাড়িটি সিইসি কেএম নূরুল হুদাও ব্যবহার করেছেন। হুদার আমলেই গাড়িটি বরাদ্দ দেওয়া হয়। সিইসির গাড়িচালক রাজীব মোল্লা গণমাধ্যমকে জানান, সাবেক সিইসি স্যার বিদায় নেওয়ার পরই গাড়িটি পরিবহণ পুলে জমা দেওয়া হয়। গতকাল নতুন সিইসি শপথ নেওয়ার পর স্যারের বাসায় গাড়িটি পাঠানো হয়।

উল্লেখ্য, গত শনিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চারজন কমিশনারকে আগামী পাঁচ বছরের জন্য নিয়োগ দেন। ওইদিনই মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এরপর রোববার বিকেল সাড়ে ৪টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সিইসি ও চারজন নির্বাচন কমিশনারকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *