July 14, 2024

ফরচুন নিউজ ২৪

বানারীপাড়া ভূমি অফিসে বঙ্গবন্ধু কর্নার এর উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক

1 min read

বরিশাল বানারীপাড়া উপজেলার ভূমি অফিসের আয়োজনে উপজেলা ভূমি অফিসে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু কর্নার এর উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ, সহকারী কমিশনার (ভূমি) বানারীপাড়া মফিজুর রহমান। পরে সেখানে ইউনিয়ন ভূমি অফিসে ১ টি করে ল্যাপটপ বিতরণ এবং ভূমি অফিস প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেন বরিশাল জেলা প্রশাসক। পরে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা দূর্গাসাগর দিঘিতে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ লাগান জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার বাবুগঞ্জ মো. আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) বাবুগঞ্জ নুসরাত জাহান, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুল আলম, সহকারী কমিশনার ও আরডিসি এএফএম শামীম, এসিআই প্রাণী স্বাস্থ্য কর্মকর্তা বিশ্বজিৎ রায় বানু দুর্গাসাগর নাজির মো. সাঈদসহ আরও অনেকে। এ সময় সেখানে হাঁসের বাচ্চা এবং এসিআই এর পক্ষ থেকে হাসে ঔষধ বিতরণ করা হয়।

About The Author