December 11, 2025

ফরচুন নিউজ ২৪

বাংলাদেশে করোনায় ৪২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৪৮৫

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪২ জনের মৃত্যু, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল তিন হাজার ৯৮৩, নতুন করে দুই হাজার ৪৮৫ জন আক্রান্ত হয়েছে। মোট আক্রান্ত দুই লাখ ৯৭ হাজার ৮৩ জন।

আজ সোমবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৩৮২ জনের নমুনা পরীক্ষা করে ২ হাজার ৪৮৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে দেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৯৭ হাজার ০৮৩ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৮৪ জন সুস্থ হয়েছেন। দেশে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৮৭৫ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।

About The Author