December 12, 2024

ফরচুন নিউজ ২৪

বাংলাদেশিদের আকামা-ভিসার মেয়াদ ৩ মাস বাড়াতে সৌদিকে চিঠি

1 min read

করোনাভাইরাসের কারণে সৃষ্ট মহামারিতে সৌদি আরব থেকে ছুটিতে এসে দেশে আটকা পড়েছেন অনেক বাংলাদেশি। তাদের আকামা বা ভিসার মেয়াদ আরো তিন মাস বাড়ানোর অনুরোধ করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে।

জানা গেছে, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে মঙ্গলবার এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে সেদেশে থাকা বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশিদের আকামা বা ভিসা অর্থাৎ যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী মেয়াদ আরো তিন মাস বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে ওই চিঠিতে।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রিয়াদে বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, করোনার কারণে ছুটিতে দেশে এসে যারা আটকা পড়েছেন, তাদের জন্য এর আগে দুই দফায় তিন মাস করে ছয় মাস সময় বাড়িয়েছে সৌদি কর্তৃপক্ষ। এ ছাড়া সর্বশেষ আরো এক মাস বাংলাদেশিদের আকামার মেয়াদ বাড়ায় সৌদি সরকার। সর্বশেষ এই এক মাসের মেয়াদ চলতি মাসের ৩০ সেপ্টেম্বর শেষ হচ্ছে।

এমতাবস্থায় আটকেপড়া বাংলাদেশিদের সৌদি আরবে ফিরে যাওয়া নিশ্চিত করতে আরো তিন মাসের সময় বাড়াতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হলো।

About The Author