July 27, 2024

ফরচুন নিউজ ২৪

বরিশাল সরকারি শিশু পরিবারের কিশোরিদের সাথে স্যানিটেশন মাস এবং হাত ধোয়া দিবস উদযাপন

1 min read

বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস’র আয়োজনে ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন কোলাবরেটিভ কাউন্সিল (ডাব্লিউ.এস.এস.সি.সি) এর অর্থায়নে উন্নয়ন সহযোগি টিম (ইউএসটি) এর সহায়তায় কান্ট্রি এনগেজমেন্ট প্লান (সিইপি) প্রকল্পের আওতায় বৃহস্পতিবার বরিশাল জেলার সরকারি শিশু পরিবার বালিকা উওর ও দক্ষিন এর ৩০ জন কিশোরিদের নিয়ে জাতীয় স্যানিটেশন মাস এবং হাত ধোয়া দিবস ২০২০ উদযাপন এর জন্য একটি সভার আয়োজন করা হয়। সভায় কিশোরিদের মাঝে বালতি, মগ,সাবান ও মাক্স বিতরন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আল-মামুন তালুকদার। এছারাও আরও উপস্থিত ছিলেন প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, সরকারি শিশু পরিবার উওর ও দক্ষিনের উপ-তত্ত্বাবধায়ক ফারজানা রহমান এবং শাফিনাজ শারমিনসহ সরকারি শিশু পরিবার উওর ও দক্ষিনের অন্যান্য সদস্যবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন আভাস’র নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল। সভায় আভাস’র পক্ষ থেকে আয়োজনে ও সহযোগিতায় ছিলেন প্রোগ্রাম অর্গানাইজার ময়ুরী আক্তার টুম্পা, প্রকল্প কর্মকর্তা নাসরিন খানম এবং আভাস টেনিং সেন্টারের ম্যানেজার মো. আমির হোসেন।
সভায় মাসিককালীন স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি, সঠিক স্যানিটেশন এবং কভিট-১৯ প্রতিরোধে করনীয় কি এ বিষয়ে আলোচনা করা হয়। কভিট-১৯ প্রতিরোধে সচেতনতার জন্য মাক্স পরিধান এবং হাত ধোয়ার সঠিক পদ্ধতি হাতে-কলমে প্রদর্শণ করা হয়।
সভায় অংশগ্রহনকারী সকলে প্রতিশ্রুতিদেন এ করোন মহামারিতে সকল বিধি নিষেধ তারা মেনে চলবে।

About The Author