January 3, 2025

ফরচুন নিউজ ২৪

বরিশাল রেঞ্জ পুলিশের উদ্যোগে মুজিব বর্ষ উপলক্ষ্যে ফলদ বনজ ও ঔষধী চারা রোপন কর্মসূচীর উদ্বোধন

1 min read

বরিশাল বিভাগ জুড়ে মুজিব বর্ষ উপলক্ষ্যে ফলদ, বনজ ও ঔষধী গাছের ১০ হাজার চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করেছে পুলিশ। রেঞ্জ পুলিশের উদ্যোগে মঙ্গলবার দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্সে ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা রোপন করে এই কর্মসূচীর অনুষ্ঠানিক উদ্ধোধন করেন রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম। পুলিশ সুপার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. নাইমুল হক, ফরহাদ সরদার সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি বলেন, মুজিব বর্ষ উপলক্ষ্যে বরিশাল বিভাগের ৬ জেলায় ফলদ, বনজ ও ঔষধী গাছের ১০ হাজার চারা রোপন কর্মসূচী হাতে নিয়েছেন তারা। এই কর্মসূচীর আওতায় বরিশাল জেলার বিভিন্ন থানা এলাকায় ফলদ, বনজ ও ঔষধী গাছের ২ হাজার চারা রোপন করা হবে। এর ফলে সবুজ বাংলাদেশ বিনির্মান আরও একধাপ এগিয়ে যাবে বলে প্রত্যাশা ডিআইজি মো. শফিকুল ইসলামের।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *