September 20, 2024

ফরচুন নিউজ ২৪

বরিশাল বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সভা

1 min read

বরিশাল বিসিক শিল্প মালিক সমিতির উদ্যোগ্যে নতুন ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বরিশাল বিসিক শিল্প মালিক সমিতির সভাকক্ষে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সভাপতির বক্তব্যে বরিশাল বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি মো. মিজানুর রহমান বলেন, বিসিকের অবকাঠামোগত উন্নয়ন, নতুন উদ্যোক্তাদের ব্যবসায়ীক কাজে সহায়তা, বিসিক নগরী ব্যবসায়ীক পরিবেশ তৈরি করা যাতে করে নতুন ব্যবসায়ীক উদ্যোক্তারা ব্যবসায়ে উদ্বুদ্ধ হয়, শ্রমিকদের ন্যায্য মজুরী প্রদান করা, বিসিক মালিক সমিতির ভবন উন্নয়নে সকল ব্যবসায়ীদের সার্বিক ভাবে এগিয়ে আসতে বলেন। জাতে করে বিসিক শিল্প সমিতির ব্যবসায়ীরা তাদের ব্যবসায়ীক কার্যক্রম সঠিক ভাবে পরিচালিত করতে পারে। এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন বিসিক শিল্প মালিক সমিতির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট আফজালুর করিম, সিনিয়র সহ- সভাপতি শাহাবুদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক মীর হাবিবুর রহমান মিলন, সহ-সাধারণ সম্পাদক ইব্রাহিম খান সহ অন্যান্য ব্যবসায়ীরা সভায় উমুক্ত বক্তব্য রাখেন।

About The Author