বরিশাল কর ভবনে আগুন, পুড়ে গেছে গুরুত্বপূর্ণ কাগজপত্র
1 min readবরিশালে কর ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে রহস্যজনক অগ্নিকান্ড ঘটেছে। এতে ওই কক্ষে থাকা গুরুত্বপূর্ন ফাইল পুড়ে গেছে। আগুনের ধোয়ায় অসুস্থ হলে অতিরিক্ত কর কমিশনার শাওন চৌধুরীকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কর ভবনের চতুর্থ তলায় ডরমেটারীতে ছিলেন। সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে নগরীর বান্দ রোডস্থ কর ভবনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, গভীর রাতে ভবনের দোতালায় একটি অফিস কক্ষে আগুনের ফুরকি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুইঘন্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনে।
বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে কর ভবনের একটি কক্ষে আগুন লাগে। এতে কক্ষটিতে থাকা ৩টি এসি, দুটি ষ্টীলের আলমারি ও তিনটি কম্পিউটারসহ কাগজপত্র এবং অন্যান্য মালামাল পুড়ে গেছে। অতিরিক্ত কর কমিশনার শাওন চৌধুরী ভবনের চারতলায় ডরমেটারীতে আটকা পড়লে তাকে দমকল বাহিনীর কর্মীরা উদ্ধার করে। ধোয়ায় অসুস্থ হয়ে পড়ায় তাকে শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।