December 12, 2024

ফরচুন নিউজ ২৪

বরিশালে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

1 min read

বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যদের সহযোগীতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও মো. শাহ্ শোয়াইব এর নেতৃত্বে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযানে ওসমানের ফলের দোকানের প্রোপাইটর মো. সুমন আলী, সেলিম খানের দোকানের প্রোপাইটর সেলিম খান, লিটন ষ্টোরের প্রোপাইটর লিটন দাস, সবুজ ষ্টোরের প্রোপাইটর সবুজ খান, জাহিদ ষ্টোরের প্রোপাইটর মো. জাহিদ, আফিম জেনারেল ষ্টোরের প্রোপাইটর মো. এনামুল হক ও জাকির ষ্টোরের প্রোপাইটর জাকির হোসেন গণকে মূল্যের তালিকা প্রর্দশন না করায় এবং পন্যের মোড়ক ব্যবহার না করায় মোট সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

About The Author