September 20, 2024

ফরচুন নিউজ ২৪

বরিশালে ২৬৫ জন শারীরিক প্রতিবন্ধী পাচ্ছেন হুইল চেয়ার

1 min read

মুজিববর্ষ উপলক্ষ্যে জেলা প্রশাসন, বরিশাল কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তার ই ধারাবাহিকতায় সোমবার সকাল ১১টায় সেবা অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ৫ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

পর্যায়ক্রমে জেলার ১০ উপজেলায় ২৬৫ জন ব্যক্তির মাঝে এই চেয়ার বিতরণ করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয়, বরিশাল আল-মামুন তালুকদার, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র বরিশালের কনসালট্যান্ট ডা. মননুজা রহমানসহ আরও অনেকে।

এ সময় জেলা প্রশাসক বলেন, প্রতিবন্ধীরা আমাদের পরিবারের একটি অংশ। মুজিববর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচির গ্রহণ করা হয়েছে তার ই ধারাবাহিকতায় আমরা প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলাম।

About The Author