বরিশালে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের অভিযানে মেয়াদোত্তীর্ন ওষুধ বিক্রির দায়ে ৩ ফার্মেসীকে জরিমানা
1 min readবরিশাল নগরীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৩টি ফার্মেসীকে এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় এক মুদি দোকানীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে এবং পুলিশের সহযোগীতায় নগরীর কাশিপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, মেয়াদোত্তীর্ন ওষুধ বিক্রির দায়ে নগরীর কাশিপুরের জামাল মেডিকল হল, জাইয়ান মেডিকেল হল ও নাঈম মেডিকেল হল এবং পন্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় খলিল স্টোর নামে একটি মুদি দোকান থেকে মোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।