December 2, 2024

ফরচুন নিউজ ২৪

বরিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙ্গালির মুক্তির সনদ ৬-দফা বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগীতার পুরস্কার বিতরনীতে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর অংশগ্রহন

1 min read

বরিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙ্গালির মুক্তির সনদ ৬-দফা বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে ঢাকার গণভবন থেকে সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরিশাল প্রান্তে অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. মোক্তার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান, মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগ সহসভাপতি মো. হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক, মেট্রোপলিটন প্রেসক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙ্গালির মুক্তির সনদ ৬-দফা বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগীতার বিজয়ী বরিশাল নগরীর পূর্ব বগুড়া রোডের বাসিন্দা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলাম মুনানকে পুরস্কার হিসেবে নগদ ১০ হাজার টাকার চেক ও সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক।

About The Author