September 18, 2024

ফরচুন নিউজ ২৪

বরিশালে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

1 min read

বরিশালে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। রবিবার সকালে মহানগর গোয়ন্দো শাখার সহকারী পুলিশ কমিশনার রবিউল ইসলাম শামীমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল চরকাউয়া খেয়াঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে পিরোজপুর সদরের হুলারহাটের মরিচাল এলাকার মো. বাহাদুর হোসেন অপুকে (৩২) এক কেজি গাঁজাসহ আটক করা হয়। অপর এক অভিযানে মহানগর গোয়ন্দো শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রেজাউল করিমের নেতৃত্বে আর একটি দল এয়ারপোর্ট থানাধীন রহমতপুর ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় উজিরপুর থানাধীন মধ্য কেশবকাঠী এলাকার মো. নজরুল বেপারী (৩৮) ও পশ্চিম কেশবকাঠী এলাকার মো. রাসেল হাওলাদারকে (২৩) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এদিকে উজিরপুর থানাধীন চাগুরিয়া গুঠিয়া মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে আটক করে র‌্যাব-৮’র সদস্যরা।
অভিযানে আটক মো. মামুন হাওলাদার (২৮) ঝালকাঠি সদরের বড় একসারাপাড়া এলাকার নুরুল হকের ছেলে।
এ ঘটনায় র‌্যাব-৮ এর ডিএডি নূর ইসলাম বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

About The Author