December 12, 2024

ফরচুন নিউজ ২৪

বরিশালে পানিবন্দী মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি

1 min read

বরিশালে পানিবন্দী মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমানের সভাপতিত্বে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে আভাস বরিশাল এর সহযোগিতায় শনিবার দুপুর ১ টায় নগরীর পলাশপুর আলহাজ¦ দলীল উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল-৫ (সদর) আসনের এমপি পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। এসময় প্রতিমন্ত্রী বলেন, নগরীকে পানি থেকে বাচাতে প্রধান খালগুলোতে সুইজগেট নির্মান সহ পানি নিস্কাশনের ব্যবস্থা করে জলাবদ্ধতার সমস্যা সমাধান করা হবে বলে তিনি জানান। এ সময় উপস্থিত ১ হাজার অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তার চাল প্রদান করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, মহানগর আওয়ামী লীগ নেতা মাহামুদুল হক খান মামুন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, বেসরকারী উন্নয়ন সংস্থা আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল প্রমুখ।

About The Author