বরিশালে তুলার কারখানায় রহস্যজনকভাবে অগ্নিকান্ড
1 min readবরিশাল বিসিকি শিল্প নগরীতে একটি তুলার কারখানায় রহস্যজনকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকালে ওই এলাকায় এ ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিস এসে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ফায়ার সার্ভিস দাবী করেছে, ঘটনাস্থলে বিদ্যুতের কোন তার দেখা যায়নি। কি করে ঘটপনা ঘটলো তা তদন্ত সাপেক্ষ বলা যাবে। কারখানার মালিক রফিকুল ইসলাম জানান, আনুমানিক সকাল সাড়ে ৭টা নাগাদ আগুন লাগে। মিলের পিছন থেকে আগুন লাগা শুরু হয়। তবে কোন কারনে আগুন লাগে তার সঠিক কারন এখনও জানা যায়নি। এতে ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন বলে দাবী করেন তিনি।
ফায়ার সার্ভিসের বরিশাল স্টেশনের উপ সহকারী পরিচালক বেলাল উদ্দিন বলেন, অগ্নিকান্ডের কারন ও ক্ষয়ক্ষতি নির্ধারনে তাদের তদন্ত চলছে। টিনসেট তুলার গোডাউন আগুন লাগে। গার্মেন্টস এর বাতিল কাপড় দিয়ে সেখানে তুলা তৈরি হতো। ধারনা করা হচ্ছে ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষতি হতে পারে। তিনি বলেন, ঘটনাস্থলে কোন বিদ্যুতের তার দেখেননি। বিড়ি-সিগারেটের মধ্যে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে কিনা তাও এখন পর্যন্ত জানা যায়নি। তাই বিষয়টির তদন্ত চলছে।