September 18, 2024

ফরচুন নিউজ ২৪

বরিশালে চালককে মারধর করে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টাকালে ছিনতাইকারী গ্রেফতার

1 min read

বরিশালের উজিরপুরে চালককে মারধর করে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি ঐ ঘটনায় মামলা দায়ের করা হলে গ্রেফতার তিনজনকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাতে তিন যুবক বরিশাল থেকে ইজিবাইক ভাড়া করে উজিরপুরের দিকে আসে। পথিমধ্যে শিকারপুর মেজর এমএ জলিল সেতুর কাছে আসলে ইজিবাইকের মধ্যে থাকা তিন যুবক ইজিবাইক চালককে মারধর করে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা চালায়। এসময় ইজিবাইক চালকের ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে দুই ছিনতাইকারী পালিয়ে গেলেও একজনকে আটক করে উজিরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, শিকারপুর ব্রিজ সংলগ্ন এলাকায় ইজিবাইক ছিনতাইকালে স্থানীয়রা সুজন সিকদার কালু (২৭) নামের একজনকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। পরে সুজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। আটক সুজন বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামের আবুল কাসেমের ছেলে। তার দেয়া তথ্যানুযায়ী অভিযান চালিয়ে রাতেই অপরদুই ছিনতাইকারীকে আটক করা হয়। অপর দুই আটককারি হলো, বানারীপাড়া উপজেলার মাদারকাঠী গ্রামের গিয়াস উদ্দিন শেখের ছেলে সফিকুল শেখ (২৬) ও ঝালকাঠীর ইসমাইল হাওলাদারের ছেলে ইমন (২৫)। পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা ইজিবাইক ছিনতাই চেষ্টার কথা স্বীকার করেছেন। তিনি আরও জানান, ঐ ঘটনায় ইজিবাইক চালক হাসান খাঁন একটি মামলা দায়ের করেছেন। ঐ মামলায় আটককৃতদের গ্রেফতার দেখিয়ে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

About The Author