January 15, 2025

ফরচুন নিউজ ২৪

বরিশালে এ্যাম্বুলেন্সের সাথে কভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের ত্রিমুখি সংঘর্ষে ৬জন নিহতের ঘটনায় থানায় মামলা

1 min read

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে লাশবাহী এ্যাম্বুলেন্সের সাথে কভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের ত্রিমুখি সংঘর্ষে এ্যাম্বুলেন্সের ৬ যাত্রী নিহতের ঘটনায় মামলা হয়েছে। নিহত আরিফ হোসেনের ফুফাতো ভাই রাশিদুল হাসান সুমন বাদী হয়ে সড়ক পরিবহন আইনে কভার্ডভ্যানের চালক ও হেলপারের বিরুদ্ধে বুধবার রাতে উজিরপুর থানায় এই মামলা দায়ের করেন। দুর্ঘটনার পর থেকে কাভার্ডভ্যান চালক ও হেলপার পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বরিশালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম। এদিকে ঐ দুর্ঘটনায় নিহত ৬ জনের মধ্যে ৪ জনের মরদেহ বুধবার রাতেই পরিবারের অন্যান্য সদস্যদের কাছে হস্তান্তর করে পুলিশ। বৃহস্পতিবার সকালে ঝালকাঠির বাউকাঠি গ্রামে তাদের দাফন সম্পন্ন হয়। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উজিরপুরে মহাসড়কের আটিপাড়া এলাকায় একটি শিশুর লাশবাহী এ্যাম্বুলেন্সের সাথে কভার্ডভ্যান ও বাসের ত্রিমুখি সংঘর্ষে একই পরিবারের ৪জন সহ মোট ৬জন নিহত হয়। দুর্ঘটনার পর পুলিশ এ্যাম্বুলেন্স, কভার্ডভ্যান ও বাস আটক করে।

About The Author