বরিশালে ইউপি বাজেটে স্বাস্থ্য বিষয়কে অগ্রাধিকার দিতে সভা
1 min readবরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়ন পরিষদের বাজেটে ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দের সাথে পয়ঃনিস্কাশন, ওয়াশ ও মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়কে অগ্রাধিকার দিতে একটি পরিকল্পিত সভা আয়োজন করা হয়। বুধবার সকাল ১০টায় বেসরকারী উন্নয়ন সংস্থা আভাস এর আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন জাগুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাক আলম চৌধুরী। সভায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অগ্রাধিকার নিশ্চিত করে পয়ঃনিস্কাশন ব্যবস্থাপনাকে গুরুত্ব দিয়ে একটি টেকসই উন্নয়ন পরিকল্পনা ও পৃথক বাজেট খাতে জনগনের অংশগ্রহণ নিশ্চিত করা। ওয়াশ ও পয়ঃনিস্কাশন ব্যবস্থাপনায় সঠিক দায়িত্বশীলতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হলে জনগনের স্বাস্থ্যসেবা উন্নয়নের স্বপ্ন বাস্তবায়নের পথ উন্মুক্ত হবে। বেসরকারী উন্নয়ন সংস্থা আভাস এর সার্বিক অর্থায়নে ইউএসটি ও ডব্লিউএসএসসিসি ভূমিকা রেখেছে। এসময় জাগুয়া ইউনিয়ন পরিষদের সচিব মো. শামিম আহম্মেদ ওয়াশ ও পয়ঃনিস্কাশন বিষয়ে কিরুপ বাজেট হতে পারে সে বিষয়ে বিষেশ বক্তব্য রাখেন।