April 23, 2024

ফরচুন নিউজ ২৪

বরিশালের হিজলার মেঘনা নদীতে দুই স্পীডবোটের সংর্ঘষে শিশু নিহত

1 min read

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে ১১বছর বয়সী এক শিশুকন্যা নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে মেমানিয়া সংলগ্ন মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। এতে দুই স্পিডবোটের চালকসহ আরো ৩ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের নাম রাজিয়া। সে ঐ ইউনিয়নের ভারৈয়া গ্রামের বেল্লাল রাঢ়ির মেয়ে। কিন্তু সে গত কয়েকদিন যাবৎ একই ইউনিয়নের চরকুশুরিয়া গ্রামে তার মামা আব্দুল্লাহর বাড়িতে অবস্থান করছিলেন।
হিজলা গৌরব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন জানান, শনিবার আব্দুল্লাহ চিকিৎসার জন্য বরিশাল যায়। এসময় তার সাথে রাজিয়াও গিয়েছিল। সোমবার চরকুশুরিয়া ফেরার জন্য মামা ভাগনি হিজলা উপজেলার পুরান লঞ্চঘাট থেকে রাত ৮টার দিকে হিজলা গৌরব্দী রুটের স্পিডবোটে ওঠে। এসময় বোটে চালকসহ তারা ৩জন ছিল। সাড়ে ৮টার দিকে মেমানিয়া মেঘনা মোহনায় পৌছলে বিপরীত দিক থেকে আসা আরেকটি স্পিডবোটের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। ঐ স্পিডবোটে চালকসহ ৬জন ছিল। হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) অসীম কুমার সিকদার জানান, এতে স্পিডবোটের বডি ভেঙ্গে রাজিয়ার পেটে ঢুকে ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। তবে শিশুর মামা আব্দুল্লাহ অক্ষত আছে। দুই স্পিডবোটের চালকসহ আহত ৩জনকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

About The Author