বরিশালের শ্রমিক নেতা লিটন মোল্লা কারাগারে
1 min readবরিশাল নথুল্লাবাদ কেন্দীয় বাস টার্মিনালের দুরপাল্লার পরিবহন গোল্ডেন লাইন কাউন্টার ইনচার্জ শহিদুল ইসলামকে মারধর করে নগদ অর্থ ছিনিয়ে নেয়ার ঘটনায় টেম্পু মালিক শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন মোল্লা লিটনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতে জামিন আবেদন করলে লিটনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মারুফ আহম্মেদ। মামলা সূত্রে জানা গেছে, ২২ জুলাই রাতে কেন্দীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে গোল্ডেন লাইন কাউন্টার থেকে বের হয়ে বাসায় যাবার পথে প্রধান আসামী লিটন মোল্লার নির্দেশে তার অনুসারীরা ম্যানেজার শহিদুল ইসলাম চাঁদার টাকা দাবী করে মারধর করে। এসময় তার সাথে থাকা ২ লক্ষ ৪৩ হাজার ৯শ’ টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে মামলায় অভিযোগ করা হয়। পরবর্তীতে এয়ারপোর্ট থানার পুলিশ সদস্যরা ডাক চিৎকার শুনে কাছে এসে আহত শহিদুল ইসলামকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। এ ব্যাপারে লিটন মোল্লাকে প্রধান আসামী করে ১০ জনের নামে এয়ারপোর্ট থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করা হয়। এর আগে এই মামলায় দুই আসামী ইউনুস ও সুজনকে এয়ারপোর্ট থানা পুলিশ গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর হুমায়ন কবির। এদিকে এর আগে নথুল্লাবাদের বিএমএফ কাউন্টারে চাঁদাবাজীর ঘটনায় লিটন মোল্লার শ্যালককে হাতে নাতে আটক করে পুলিশ। ঐ মামলায়ও লিটন মোল্লা প্রধান আসামী বলে জানিয়েছে পুলিশ।