November 9, 2024

ফরচুন নিউজ ২৪

বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতু থেকে কীর্তনখোলা নদীতে ঝাঁপিয়ে কলেজ ছাত্রীর আত্মহ্যার চেস্টা

1 min read

বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুতে প্রেমিকের সাথে বেড়াতে এসে কীর্তনখোলা নদীতে ঝাঁপ দিয়ে স্বর্না আক্তার (১৮) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যার চেস্টা করেন। সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। নদীতে মাছ ধরার জেলেরা তাকে উদ্ধার করে। পরে পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন স্বর্না সুস্থ্য রয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। স্বর্না পিরোজপুর জেলার স্বরূপকাঠির সুটিয়াকাঠি এলাকার আব্দুল মালেকের মেয়ে এবং স্থানীয় ফজিলা রহমান মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। ঘটনাস্থল পরিদর্শনকারী কোতয়ালী মডেল থানার এসআই নিজাম মাহমুদ ফকির জানান, স্বর্না আক্তারের সাথে একই এলাকার জয় নামে সনাতন ধর্মাবলম্বি এক যুবকের প্রেমের সম্পর্ক রয়েছে। কারোর পরিবার তাদের সম্পর্ক মেনে নিচ্ছে না। এ নিয়ে জয়ের সঙ্গে কথা বলতে সোমবার তারা দুইজনে পিরোজপুর থেকে বরিশালের দপদপিয়া সেতুতে যায়। জয়ের সাথে কথার এক পর্যায়ে উত্তপ্ত বাক্যবিনিময় হয় স্বর্নার। এ সময় রাগে ক্ষোভে স্বর্না সেতু থেকে কীর্তনখোলা নদীতে ঝাঁপ দেয়। নদীতে মাছ ধরারত জেলেরা তাকে উদ্ধার করে স্থানীয় আজিজ খলিফার বাড়ি নিয়ে যায়। খবর পেয়ে স্বর্নাকে ঐ বাড়ি থেকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
বরিশাল কোতয়ালী মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল ইসলাম জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে স্বর্নার অভিভাবকদের খবর দেয়া হয়েছে। স্বর্না সুস্থ্য আছে বলে চিকিৎসকের বরাতে তিনি জানান।

About The Author