May 24, 2025

ফরচুন নিউজ ২৪

বরিশালের মেহেন্দিঞ্জের গজারীয়া নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গজারিয়া নদী থেকে অজ্ঞাত নারীর গলাকাটা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের লঞ্চঘাট এলাকা থেকে ঐ লাশ উদ্ধার করা হয়। ঐ নারীর পরিচয় পাওয়া যায়নি। তবে তার বয়স অনুমানিক ৩০ বছর। মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবিদুর রহমান জানান, স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী লাশ উদ্ধার করা হয়েছে। পরে লাশের ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

About The Author